রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

মন মর্জি (কবিতা) anjan ghosh roy


এবার একটু স্থির হয়ে বসা যাক নিজের মর্জি মতন।
তোর আগ বাড়িয়ে রাখা কঠিন হাত,
গুটিয়ে নিস,পরোয়া করিনা।
পেশী গুলো খুব ক্লান্ত,এখন অনেকখানি রাত।
তোর দেওয়া রঙচঙে কার্পেটে
 জাপটে ধরেছে খ্যাসখ্যাসে ধুলো।
আমার জানলায় অনাথ ভায়োলিন এর
 আনাড়ি দুঃখ গুলো হতাশ হয়ে পড়ে থাকে আজকাল।
আমি হাসি,গান গাই,ছবি আঁকি,দিব্যি আছি।
তোর রক্ত রক্ত মুখ চোখ তবুও ঘুম এর ভিতর আসে,
চমকে উঠি, ঘরের দেওয়ালে দেখি 
ছাই এর মতন সাদা স্মৃতিস্তম্ভ।
আমি কালো ভালোবাসি,অন্ধকার পছন্দ করি
 নিজের চেয়েও বেশী,আলো নিভিয়ে রাখি।
আমি উড়তে চেয়ে ছিলাম,এখন আমার 
অল্প আলতো ডানা গজিয়েছে,আমি শিখছি,
আমি পারছি,বাঁচা শিখছি নিজের ইচ্ছে মতন।
রোজ রাত হলে মন খারাপ করা জোনাকির গান শুনি,
আর ভাবি, ছায়া!তুই আরেকটু অন্যের হতে পারতিস।
বেশ খানিকটা দূরে দূরে না হয় থাকতাম।
লেখা: #anjanghoshroy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

কবি এবং কেরানী কবি

মহৎ কবি কখনো ডায়েরি লিখবেন না, এটা আপনাকে বুঝতে হবে। তার জীবন কোন সময়ের ভাংচুর এর মধ্যে দিয়ে যাচ্ছে নাকি সুখের মধ্যে দিয়ে যাচ্ছে,কবি যদি...