কিছু কথা শেয়ার করি আজ, নামঞ্জুর বইটির উৎসর্গ প্রসঙ্গে...
হাঙরি আন্দোলনের নায়ক মলয় রায়চৌধুরী মারা যাওয়ার কিছু মাস আগে আমাকে উৎসর্গ করে গেলেন একটি কবিতার বই, কি অদ্ভুত একটা হেঁয়ালি জাতীয় অনুপ্রেরণা লেখা ছিল উৎসর্গের দুটো লাইনে - "কবি অঞ্জন ঘোষ রায়,অনুজ কে,গোলমেলে পথে ঠেলে দেওয়ার জন্য"...আমি এখনো সম্পূর্ন বুঝে উঠতে পারিনি,তবে এটা জানি কবিতার জীবন গোলমেলে পথ ই। এই পথ নিজেকে নিংড়ে ফেলার পথ, অথচ অসুখেও কি এক সুখ, কি এক জীবন আনন্দের সেই কারু বাসনা। আবিষ্কার প্রকাশনীর মুর্শিদ আলীর থেকে বইটি নিয়ে নিতে বললেন , ফোন করেছিলেন সেদিন , আমি বেকার তখন,রোজগার এর চিন্তা,নিজেকে হারিয়ে ফেলার চিন্তা,ব্যক্তিগত জীবনের নেগেটিভ একটা সময় তখন,কবিতা লেখা ছেড়ে দিয়েছিলাম একরকম, ফোন এলো "অঞ্জন,তোমায় একটা বই উৎসর্গ করেছি,মুর্শিদের থেকে নিয়ে নিও" আমার ফেসবুকের প্রফাইলের কভার পিকচার এ লেপ্টে রেখেছি লেখাটা- আমি আনন্দ অবাক তৃপ্তি অনেক কিছু একসাথে হজম করেছিলাম সেদিন। আবার লেখালেখি শুরু করে দিলাম , একটা ধাক্কা দিলো ,ঝাঁকিয়ে দিল, ওঠ অঞ্জন, ঠিক করলাম যদি প্রকাশক পাই, যদি কেউ এগিয়ে আসে আমি উৎসর্গ করবো এই নায়ক কে, কিছু তো আমারও দেওয়া উচিত।আমার এই প্রকাশিতব্য কবিতার বই টি "নামঞ্জুর" আমি মলয় রায়চৌধুরী কে উৎসর্গ করেছি। সবই ঠিক হলো,কিন্তু মলয় রায়চৌধুরী আর সাক্ষী থাকলেন না, এই পোস্ট লিখতে লিখতে চোখ ঝাপসা হচ্ছে, ওনার কথা বার্তা,জ্ঞান,উপদেশ ,কৌতুক সবই মনে পড়ছে। "নামঞ্জুর" - বই টা তোমায় দিলাম মলয় দা😔 আমি মৃত্যুর পরের জীবনে বিশ্বাসী নই, নিজের ভিতরেই আত্মার অস্তিত্ব,আর আমরা সবাই এভাবেই কানেক্টেড, মলয় রায়চৌধুরী হয়তো বলছেন "সাবধান অঞ্জন,গোলমেলে পথ"
#namanjur #newbookrelease #anjanghoshroypoem