রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

প্রকাশিতব্য "অঞ্জন ঘোষ রায়" এর বই - নামঞ্জুর | Namanjur - Poem selection of Anjan Ghosh Roy

অঞ্জন ঘোষ রায় এর দ্বিতীয় কাব্যগ্রন্থ 
নাম - নামঞ্জুর 
প্রকাশক - অভিজিৎ আচার্য্য।
প্রচ্ছদ শিল্পী - মৌমিতা ভট্টাচার্য।
প্রকাশিতব্য কবিতার বই "নামঞ্জুর" কিশলয় প্রকাশনা।
সেই প্রসঙ্গে কিছু কথা,

বইমেলার রেশ খানিক আলগা হয়েছে, অনেকেরই বাজেট পেরিয়ে গেছে, অচেনা লেখকের বই কেনার জন্য টাকা বা ইচ্ছে থাকলে সেটা খুব সৌভাগ্য হবে আমার,যদিও দেরি আছে মাস খানেক কিংবা আরেকটু বেশি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ "নামঞ্জুর" নিয়ে কথা তো আমাকে বলতে হবে, নামীদামী প্রকাশনা অমুক দা তমুক দার মারফত ,বা আমার নিজের বা আমার বাবার টাকায় আমার বই প্রকাশ হচ্ছে না ,এটা আমার কাছে আনন্দের,সৌভাগ্যের। আমার পাঠক নেই জেনেও শুধু আমার কবিতার উপর ভরসা রেখে যে প্রকাশক একটা গোটা কবিতার বই এর জন্য পকেটের টাকা ঢেলে দিতে পারে, তাকে আমি যথেষ্ট সাহসী মনে করি। "নামঞ্জুর" আমার স্বকীয়তা তৈরির সূত্রপাত। এই বই নিয়ে আমি আশাবাদী,কারণ আমার পরের কাব্যগ্রন্থের জন্ম ও ধারণা এই বইতেই রয়েছে, সময় বদলাবে , বদলে যাবে পান্ডুলিপি, পরবর্তী স্তর চমক দেবে পাঠক কে,ভাবনা কে ,বোধ কে। ধীরে ধীরে এই বই নিয়ে নিজস্ব অনেক কথা বলব,যদি সেটা প্রচার হয় তবে প্রচারই। বাংলা ভাষায় ক্রিয়েটিভ লেখা লিখি, একটা টাকাও রোজগার এর কথা হবেনা জেনেই এখানে নবীন কবি কবিতা লেখে।আমি ৯ বছর ধরে কবিতা চর্চা করছি একা একা,ভেঙেছি তৈরি করেছি বদলেছি থেমেছি আবার শুরু করেছি আবার ভেঙেছি,এই ৯ বছর এসব করেছি,আর নয়। এবার প্রকাশ হবে সাথে ভাঙা ও চলবে,স্পর্ধার প্রকাশ হবে। আমার কথার ধরন এর জন্য ভ্রান্তি তৈরি হবে,আমাকে বুঝতে অসুবিধা হবে পাঠকের,সময় লাগবে,যদি সময় থাকে অবশ্যই তা পাবো। এখানে খিচুড়ি কবিতা লিখতে আসিনি,কেরানী কবি হয়ে লিখতে আসিনি, আমার বিপুল সাহিত্য জ্ঞান নেই,আমার কথা বার্তা কবি সুলভ ,মার্জিত নয়। গাছ ডাল পাতা নিয়ে চটকাতে আসিনি, কবি কবি ভাব নিয়ে সুশীল গিরি করতে আসিনি, অহংকার মনে হলে হবে, আমি আত্মবিশ্বাস আর স্পর্ধা নিয়ে এসেছি, এই বই তার ই আভাস দেবে, নিজের বই এর প্রচার নিজেকে করতে হবে, করবো,l। সংগ্রহ করতে বলবো না, কিনতে বলবো। নামঞ্জুর আপনাকে ভিনগ্রহের সাহিত্যের আনন্দ দিতে পারবে না,কিন্তু যা দেবে আপনি বুঝে যাবেন,যদি ভাবতে ভালো বাসেন। সঙ্গে থাকবেন।
 প্রচ্ছদ তো বই এর আত্মার খোলস কে বহন করে, এখানেও তাই ই করছে। অন্তর্নিহিত অর্থ কি হতে পারে এর ? এটাও কবিতার মতোই,কোনো একটি কবিতা দশজন পাঠকের কাছে দশ রকম ভাবেই যেমন হাজির হয়.তেমন .... নামঞ্জুর আমার প্রাথমিক সূত্রপাত ....নামঞ্জুর আমার ২০১৯-২০২২ এর মধ্যে লেখা কবিতা গুলির মধ্যে বাছাইকৃত ৫০ টি ফসল।। প্রকাশক ভরসা রেখেছে তাদের উপর,পাঠক সংখ্যা না থাকা কবিতা লিখিয়ের উপর, তাই আমি কৃতজ্ঞ। অনেক কিছু বলার থাকলেও এখন আর কিই বা বলতে পারি, জার্নি টা চলুক।
By the way 
this book Dive into a world of deep thaughts, surreal imagery, and thought-provoking verses. Stay tuned for its release!"

My dear friend...now its onn....after 8 years I'm breaking my poetic silence ..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

নামঞ্জুর কাব্যগ্রন্থের উৎসর্গ পত্র প্রসঙ্গে

  কিছু কথা শেয়ার করি আজ, নামঞ্জুর বইটির উৎসর্গ প্রসঙ্গে ... হাঙরি আন্দোলনের নায়ক মলয় রায়চৌধুরী মারা যাওয়ার কিছু মাস আগে আমাকে উৎসর্গ ক...