সামান্য এই বয়সের উপলব্ধি থেকে যেটুকু বুঝি ,
এখানে কেউ কারো কোনোদিন প্রিয় নয়।এখানে সমস্ত টা ক্ষমতার উপর নির্ভর শীল, ওনলি ক্ষমতা।এখানে দুর্বল আর সবলের সম্পর্ক আছে।তুমি শক্তিশালী ,তুমি এগিয়ে যাবে,তোমার ইচ্ছে মতন অনেক কিছুই ঘটবে,ক্ষমতা ছাড়া হলে তোমার প্রিয় বস্তু ,প্রিয় মানুষও অন্যের কব্জায় চলে যাবে,এমনকি নিজের মুহূর্ত ভাবনা ইত্যাদিও,এটাই নিয়ম কাকা।
তোমার অনুভূতির আবেগের দিকে তাকিয়ে কোনো ব্যাটা বসে নেই,কেউ ভাববে না ,ভাবলেও কারো কিছু যাবে আসবে না তুমি কিভাবে বেঁচে আছ।তুমি ভালো আছো নাকি ভালো নেই!তাতে কার কি যায় আসে ।যে সবল সে ভালো থাকে,দুর্বল কে মাথা নোয়াতে হয়,মানিয়ে নিতে হয়,হেরে যেতে হয়,আমি এখানে বলতে আসিনি হেরে গিয়েও জিতে যাওয়া যায়,সিনেমা অনেক হয়েছে,বাস্তব এ আসা হোক।আপনি কেমন জীবন কাটাবেন সেটা আপনার ক্ষমতার উপর নির্ভর করে,আপনি কাকে ভালোবাসবেন সেটাও আপনার ক্ষমতার উপর নির্ভর করে,আপনি কতটুকু ঘুমাবেন শান্তিতে সেটাও আপনার ক্ষমতা।নীতি নিয়ে লড়াই হয় না,জীবন নীতি আদর্শ নিয়ে চললেও,দুর্বল কে সরে যেতে হবে ,তোমার মুখের গ্রাস ছিনিয়ে নেবে তোমার চেয়ে মাংসপেশির অথবা সামাজিক শক্তি বেশি যার।সে তুমি মানুষ হও কিংবা জন্তু।।।।।তুমি জিতবেনা।।।।
© Anjan Ghosh Roy
,2021
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন